সৌদি আরবে গাছ কাটলেই ১০ বছরের জেল

Nov 14, 2020 / 12:12am
সৌদি আরবে গাছ কাটলেই ১০ বছরের জেল

মরুভূমির দেশ খ্যাত মধ্যে প্রাচ্যের দেশ সৌদি আরবে পরিবেশ র’ক্ষায় ক’ঠো’র আইন চালু করেছে দেশটির সরকার। গাছ কাটা এমনকি পাতা ছিঁড়লেই সর্বোচ্চ ১০ বছর জে’লে কা’টা’তে হবে, এমনকি দিতে হবে প্রায় ৬৮ কোটি টাকা পর্যন্ত জ’রি’মানাও।

কাতারভিত্তিক আলজাজিরা মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরবের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

এ সপ্তাহে এক টুইট বার্তায় পরিবেশ র’ক্ষায় এই আইনের বিষয়টি প্রকাশ করে সৌদি পাবলিক প্রসিকিউশন।

সেখানে বলা হয়, গাছ কাটা, ঝোপ, গুল্ম, গাছের চারা, এমনকি সেগুলোর ছাল, পাতা বা কোনও অংশ ছেঁড়া বা অ’পসারণ করা বা মাটি থেকে ওপড়ানো অ’প’রা’ধের শামিল।

এর জন্য অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ৩০ মিলিয়ন সৌদি রিয়াল (বাংলাদেশি ৬৭ কোটি ৮৪ হাজার টাকার বেশি) পর্যন্ত জ’রি’মা’না’র মুখে পড়তে হবে।

২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ্য নির্ধারণী ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এ আইন করল সৌদি কর্তৃপক্ষ। ওই পরিকল্পনায় পরিবেশগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

দেশটির পরিবেশমন্ত্রী আব্দুল রহমান আল ফজলি গত মাসে ‘লেটস মেক ইট গ্রিন’ নামে একটি প্রকল্প ঘোষণা করে। যাতে ২০২১ সালের এপ্রিলের মধ্যে সৌদি আরব জুড়ে এক কো’টি গাছ লাগানো হবে।