বি’দ্যু’তায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃ’ত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বি’দ্যু’তা’য়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃ’ত্যু হয়েছে। এতে একজন গু’রু’ত’র আ’হ’ত হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজিবপুর গ্রামে এই দু’র্ঘ’ট’না ঘটে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, নিজ বাড়ির পাশের্ বাঁশের খুঁটি থেকে বি’দ্যুতের তার ছিঁ’ড়ে পুকুরে পড়ে। তা বুঝতে না পেরে রেখা বেগম (৫০) পুকুরে পানি আনতে গেলে তিনি বি’দ্যু’তা’য়িত হন।
রেখাকে বাঁ’চা’তে গেলে ছেলে রাজাকুল ইসলাম (৩২) এবং নাতি ৭ম শ্রেণির ছাত্র সুজনও (১৪) বি’দু’তা’য়িত হন। তারা তিনজনই ঘটনাস্থলে মা’রা যান। গু’রুতর আ’হ’ত অবস্থায় সৈয়দ আলীকে উ’দ্ধা’র করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।