বাইডেনকে সুযোগ দিতে ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের আহ্বান

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেনকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্রিফ করার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তার নিজ দলের আরো অনেক নেতা।
রিপাবলিকান নেতাদের এই আহবানের মধ্যদিয়ে একথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ডেমোক্র্যাট দলের বিজয়ী প্রার্থী খুব শিগগিরই হোয়াইট হাউজের দখল নিতে যাচ্ছেন, যদিও ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
বৃহস্পতিবার রিপাবলিকান দলের এসব নেতা বলেন, যদিও তারা গত ৩ নভেম্বরের নির্বাচনের বিজয়ী প্রার্থীকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন তবু জো বাইডেন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্রিফিং শোনার অধিকার রাখেন।
পার্সটুডে বলছে, রিপাবলিকানরা জো বাইডেনকে বিজয়ী প্রার্থী হিসেবে স্বীকৃতি না দিলেও ডেমোক্র্যাট দলের এই নেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ঠিকই হোয়াইট হাউজের দখল নেয়ার জন্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন।