৪০ লাখ টাকার হে’রোইনসহ যুবক গ্রে’প্তা’র

প্রকাশিত: নভে ১৩, ২০২০ / ০৭:৩৬অপরাহ্ণ
৪০ লাখ টাকার হে’রোইনসহ যুবক গ্রে’প্তা’র

রাজশাহী মহানগরে অ’ভি’যা’ন চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার হে’রো’ই’নসহ সামিউন জামান (২৪) নামে এক যুবককে গ্রে’প্তা’র করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামিউন রাজশাহী মহানগরের হড়গ্রাম এলাকার শরিফুর জামানের ছেলে।

র‌্যাব জানিয়েছে, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাতে মহানগরের আমচত্বর এলাকায় অ’ভি’যা’ন চালায়। এ সময় ৮০০ গ্রাম হে’রো’ই’নসহ সামিউনকে আ’ট’ক করা হয়। জ’ব্দ’কৃ’ত হে’রো’ই’নে’র আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে মহানগরের শাহ মখদুম থানায় সোপর্দ করা হয়েছে।

আ’ট’ক সামিউনের বি’রু’দ্ধে থানায় মা’দ’ক’দ্র’ব্য নিয়ন্ত্রণ আ’ই’নে মা’ম’লা দা’য়ের করা হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন