প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রীতি ম্যাচের প্রথমার্ধ্বে নেপালের বি’প’ক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে স্বাগতিকদের হয়ে গোলটি করেন নাবিব নেওয়াজ জীবন।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়। শুরু থেকে নেপালের উপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই আ’ক্র’ম’ণে বাংলাদেশ। তবে সুমন রেজা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হোন। ম্যাচের ১০ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে নেপালের জালে বল জড়ান জীবন। এর পর উভয় দল বেশ কয়েকটি সুয়োগ পেলেও তারা গোল করতে ব্য’র্থ হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা।