লাইফ সাপোর্টে করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

করোনাভাইরাসে আক্রা’ন্ত টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আজিজুল হাকিমকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী। তিনি আরো বলেন, ‘আজ ভোররাতে শারীরিক অবস্থা খারাপ হলে আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।’
এদিকে, আজিজুল হাকিমের স্ত্রী চিত্রনাট্যকার জিনাত হাকিমের বরাতে নির্মাতা চয়নিকা চৌধুরী আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আজিজুল হাকিম ভাই, লাইভ সাপোর্টে। সবাই প্রার্থনা করবেন মিডিয়ার এই অসাধারণ ভালো মানুষটার জন্যে।’
জানা গেছে, আজিজুল হাকিমের স্ত্রী চিত্রনাট্যকার জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানও করোনাভাইরাসে আক্রা’ন্ত। আজিজুল হাকিম ছাত্রজীবন থেকেই থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ১৯৯৩ সালে তিনি চিত্রনাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে।