টঙ্গীতে ধ’র্ষ’ণে’র অ’ভি’যো’গে মাদ্রাসাশিক্ষক গ্রে’ফ’তা’র

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ধ’র্ষ’ণে’র অ’ভি’যো’গে এক মাদ্রাসাশিক্ষককে আ’ট’ক করেছে পুলিশ। বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকা থেকে তাকে গ্রে’ফ’তা’র করা হয়।
আ’ট’ক মো. আবু বক্কর (২৮) স্থানীয় ইকরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের মৃত সমর আলীর ছেলে।
ভিকটিম ওই নারীর অ’ভি’যো’গে’র বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই রাজিব হোসেন জানান, নারীর দুই ছেলে-মেয়েকে দেড় বছর যাবত আরবি পড়াতেন স্থানীয় ইকরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবু বক্কর। গত ৮ নভেম্বর তার স্বামী রাজমিস্ত্রির ঠিকাদারি কাজে ৪-৫ দিনের জন্য ঢাকার সদরঘাটে একটি নির্মাণ কাজে যান।
পরদিন সকালে ওই নারীর দুই সন্তান বাংলা পড়তে অন্যত্র চলে গেলে বেলা ১১টার দিকে বাসায় আসেন আরবি শিক্ষক আবু বক্কর। এ সময় অ’ভি’যু’ক্ত শিক্ষক রুমে প্রবেশ করে জো’র’পূ’র্ব’ক ওই না’রী’কে ধ’র্ষ’ণ করেন। বিষয়টি কাউকে জানালে নারী ও তার ছেলে-মেয়েকে খু’ন করার হু’ম’কি দিয়ে চলে যান আবু বক্কর। পরে টঙ্গী পূর্ব থানায় অ’ভি’যো’গ দিলে বুধবার রাতে অ’ভি’যু’ক্ত শিক্ষক মো. আবু বক্করকে দত্তপাড়া এলাকা থেকে গ্রে’ফ’তা’র করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধ’র্ষ’ণে’র অ’ভি’যো’গে মাদ্রাসাশিক্ষক মো. আবু বক্করকে গ্রে’ফ’তা’র করা হয়েছে। তার বি’রু’দ্ধে নারী ও শিশু নি’র্যা’ত’ন দমন আ’ই’নে মা’ম’লা দায়ের করেছেন ভু’ক্ত’ভো’গী নারী।