জর্জিয়ায় ভোট পুনঃগণনা হবে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া।
জর্জিয়া অঙ্গরাজ্যের ‘সেক্রেটারি অব স্টেট’ ব্রাড রাফেন্সপারগার বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, অঙ্কের হিসেবে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় আমাদের সব ভোট পুনঃগণনা করতে হচ্ছে। এ সপ্তাহ শেষ হওয়ার আগেই আমরা ভোট পুনঃগণনা কাজ শুরু করতে চাই।
জর্জিয়ায় জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন বলে জানান রাফেন্সপারগার।
তিনি বলেন, ভোট পুনঃগণনার পর যে ফল পাওয়া যাবে আমরা সেটাই সার্টিফাই করবো, সেটাই চূড়ান্ত গণনা হবে। এটা নিরীক্ষণ, পুনর্বিবেচনা এবং এক কথায় সব ভোট পুনঃগণনা। উল্লেখ্য, জর্জিয়ায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।