হাবিবুল বাশার করোনায় আ’ক্রান্ত

Nov 12, 2020 / 04:19am
হাবিবুল বাশার করোনায় আ’ক্রান্ত

মুমিনুল হক ও মাহমুদউল্লাহর পর এবার ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজই পরীক্ষার ফল পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক, যাতে পজিটিভ আসে।

বিসিবি সূত্রে জানা গেছে, এখন কোয়ারেন্টিনে আছেন হাবিবুল।

এদিকে পিএসএল খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহর। তার আগেই বড় দুঃসংবাদ পান তিনি। করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়ে সেই আসরে আর খেলতে যেতে পারেননি।

গত ৬ নভেম্বর করোনা টেস্টের জন্য নমুনা দেন মাহমুদউল্লাহ। প্রথম পরীক্ষায় পজিটিভ আসার পর আরেকবার নমুনা দেন। দ্বিতীয় পরীক্ষাতেও ফল পজিটিভ আসে। তবে শারীরিকভাবে সুস্থ আছেন মাহমুদউল্লাহ।

স্ত্রীসহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। গত সোমবার কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। গতকাল মঙ্গলবার ফল পজিটিভ আসে। টেস্টের আগে কিছুটা জ্বর ছিল তাঁর। আপাতত জ্বর নেই, শারীরিকভাবে সুস্থ আছেন। অন্য কোনো উপসর্গও নেই।