গাজীপুরে দিঘিরপাড় ও ময়লার স্তুপে মিলল দুই নবজাতকের লা’শ

প্রকাশিত: নভে ১০, ২০২০ / ১১:৪৪অপরাহ্ণ
গাজীপুরে দিঘিরপাড় ও ময়লার স্তুপে মিলল দুই নবজাতকের লা’শ

গাজীপুর মহানগরীতে একই দিন পৃথক স্থান থেকে দুই নবজাতকের লা’শ উ’দ্ধা’র করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে একটি লা’শ শহরের ভাওয়াল রাজদিঘিরপাড় ও অন্যটি সালনা এলাকায় মহাসড়কের পাশের ময়লার স্তুপ থেকে উ’দ্ধা’র হয়। দুটি লা’শ উ’দ্ধা’র করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. ইমতিয়াজুর রহমান জানান, দুপুরে গাজীপুর শহরের রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাজবাড়ী পুকুর পাড়ে খেজুর গাছের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। আনুমানিক এক দিন বয়সী ওই কন্যা শিশুর লা’শ’টি কার্টনের ভেতর ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

অপর নবজাতকের লা’শ উদ্ধারের বিষয়ে একই থানার এসআই লিয়াকত হোসেন জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনার ইপসা গেটের পা’শে ময়লার স্তুপে আরেকটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় উৎসুক জনতা কার্টনটি খুলে ওড়নায় মোড়ানো নবজাতকের লা’শ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটিও মেয়ে নবজাতকের লা’শ এবং বয়স এক দিন হতে পারে ধারণা তাঁর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন