বাইডেনকে অভিনন্দন জানাল জাতিসংঘ মহাসচিব

Nov 10, 2020 / 09:43pm
বাইডেনকে অভিনন্দন জানাল জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে গণতন্ত্রের প্রাণবন্ত অনুশীলন আখ্যা দিয়ে বিজয়ী প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেনের পাশাপাশি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান তিনি।

এক বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, মার্কিন জনগণ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। গণতন্ত্রের প্রাণবন্ত অনুশীলনের অন্যতম উদাহরণ এ নির্বাচন।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলাকে এ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বদরবারে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া অন্যতম গুরুত্বপূর্ণ। বাইডেন সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন গুতেরেস।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। তবে চীন, রাশিয়া, তুরস্কসহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।