আকবর আর ছোট তামিমের ব্যাটিং তাণ্ডব

প্রকাশিত: নভে ১০, ২০২০ / ০৭:১০অপরাহ্ণ
আকবর আর ছোট তামিমের ব্যাটিং তাণ্ডব

বিসিবি প্রেসিডেন্ট’স কাপে দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে কিছু করতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম। তবে হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্পে ঝলসে উঠল তার ব্যাট।

বিশ্বকাপজয়ী অধিনায় আকবর আলীও আজ যোগ দিয়েছেন রান উৎসবে। গ্যালারিতে দর্শক প্রবেশের সুযোগ থাকলে এই দুজনের ধুম-ধারক্কা ব্যাটিং যে সবাইকে দারুণ আনন্দ দিত তা বলার অপেক্ষা রাখে না।

এইচপি ক্যাম্পের অংশ হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল একটি টি-টোয়েন্টি ম্যাচের। আফিফ হোসেনের নেতৃত্বাধীন ‘এ’ দল ভালো করতে পারেনি। শুধু বোলিংয়ে উজ্জ্বল ছিলেন আফিফ।

অন্যদিকে তৌহিদ হৃদয়ের নেতৃত্বে ‘বি’ দলের ক্রিকেটাররা উজ্জ্বল পারফর্মেন্স উপহার দিয়েছেন। ছোট তামিম খেলেছেন ৪৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৩ রানের ইনিংস।আকবর ৪ ছক্কায় করেছেন ২০ বলে ৪৭।

প্রথম ৫ ওভারেই দুই ওপেনার তানজিদ ও পারভেজ হোসেন ইমন তুলে ফেলেন ৬০ রান। পারভেজকে ফিরিয়ে জুটি ভাঙেন আফিফ। বল হাতে আফিফ একাই চেষ্টা করে যাচ্ছিলেন প্রতিপক্ষের রান আটকাতে।

প্রতিপক্ষের এমন রান উৎসবেও আফিফ ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রান তাড়ায় ‘এ’ দলের ব্যাটসম্যানরা একেবারেই ব্যর্থ। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৭ বলে ০ রানে আউট হলে তাকে আবার ৬ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়। এবার ২২ বলে করেন ২৮। সেটিই দলের একামাত্র বিশোর্ধ্ব স্কোর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন