কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারীকে অ’ব্যা’হতি

Nov 10, 2020 / 12:17am
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারীকে অ’ব্যা’হতি

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি হতে অ’ব্যা’হতি দেওয়া হয়েছে। গতকাল রোববার দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১ নভেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কম্পিউটার সহকারী মোহাম্মদ মনির আহমেদকে চাকরি হতে অ’ব্যা’হ’তি প্রদান করা হয়েছে।’ মনির আহমেদের সঙ্গে দূতাবাস সং’ক্রা’ন্ত কোনো প্রকার যোগাযোগ বা লেনদেন না করতে কুয়েত প্রবাসীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া বিভিন্ন কর্মচারী সম্পর্কে নানা অ’নি’য়’মে’র অ’ভি’যো’গ করলেও ভু’ক্ত’ভো’গী প্রবাসী কোনো সুফল পাননি। কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান যোগদানের পর দূতাবাসের প্রতি প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ ও প’দ’ক্ষে’প গ্রহণ করেছেন বলে জানা গেছে।

ভু’ক্ত’ভো’গী প্রবাসীদের জন্য অনলাইনে অ’ভি’যো’গ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূতাবাসে বসানো হয়েছে অ’ভি’যো’গ বক্স। দূতাবাসে এ ধরনের পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসীরা।