ক’রো’না এড়াতে অভিনব উদ্যোগ নিলো ইতালি

ম’হা’মা’রী ক’রো’না’ভা’ই’রা’সে’র কাছে হার মানতে নারাজ ইতালির ফুটবল ফেডারেশন। ক’রো’না’য় জাতীয় দলের খেলা যাতে স্থ’গিত না হয়, সেজন্য ৪১ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি!
জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি ক’রো’না পজিটিভ হওয়ার পরই অভিনব পদক্ষেপ নিয়েছে ইতালি। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে এস্তোনিয়া, পোল্যান্ড ও বসনিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে ইতালি।
এদিকে অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইপর্বের জন্য নেয়া হয়েছে আরেক অভিনব উদ্যোগ। সাতদিনে তিনটি ম্যাচ খেলবে ইতালি যুব দল। ক’রো’না সং’ক্র’ম’ণে’র ঝুঁ’কি মাথায় রেখে একসঙ্গে ভিন্ন দুটি অনূর্ধ্ব-২১ দল ঘোষণা করেছে ইতালি! যাতে এক দলে সং’ক্র’ম’ণ ছড়িয়ে পড়লে বিকল্প দল নামানো যায়। ক’রো’না’র কারণে সর্বশেষ ম্যাচে অনূর্ধ্ব-২০ দল খেলাতে হয়েছিল ইতালিকে।