দুধ দিয়ে গোসল, অতঃপর যুবক গ্রেপ্তার

Nov 8, 2020 / 03:24pm
দুধ দিয়ে গোসল, অতঃপর যুবক গ্রেপ্তার

রীতিমতো বাথটবে দুধ বোঝাই করে প্রাণের সুখে গোসল করছেন এক ডেইরি কর্মী।

শেষ পর্যন্ত গুরুতর অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ডেইরি কর্মী এক যুবককে। তার নাম উগুর টুটগুট।

দুগ্ধ দিয়ে গোসলের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তার এক বন্ধু। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তৈরি হয় ব্যাপক ক্ষোভ।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। এমনকি তদন্তে উঠে আসছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য।

বাথটাবটি ওই কারখানাতেই রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিদিন ওই যুবক এভাবেই দুধ দিয়ে গোসল করতেন।

আবারও সমালোচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বাথটাবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ভাইরাল হয়েছেন তিনি।
মাঝেমধ্যে নতুন নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসেন রাখি।

কয়েক মাস আগে যিনি অভিযোগ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত তাকে করেছেন। এরপর গণমাধ্যমের খবরে আসেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ড্যান্স করতে চেয়েছিলেন। জামাকাপড়ে অ্যালার্জি, তাই পরি না বলেও একবার আলোচিত হয়েছিলেন।

নতুন ভিডিওতে রাখি জানান, এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে সবকিছুই ভালো কিন্তু তার মন টিকছে না। কারণ মায়ের অস্ত্রোপচারের জন্য তিনি মুম্বাইতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে লন্ডনে গেছেন। শুধু তাই নয়, লন্ডনের রানিও নাকি তার ভক্ত। পাশাপাশি লন্ডনের প্রায় সব মানুষ তাকে ভালোবাসেন, পছন্দ করেন বলেও দাবি করেন রাখি।

মাথায় গোলাপি রঙের চুল বসিয়ে, বাথটাবে বসে রাখি কেন এই ধরনের উদ্ভট ভিডিও শেয়ার করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।