কার সঙ্গে প্রেম করছেন সারিকা, বিয়ে নিয়ে যা বললেন

প্রকাশিত: নভে ৮, ২০২০ / ০২:৩৬অপরাহ্ণ
কার সঙ্গে প্রেম করছেন সারিকা, বিয়ে নিয়ে যা বললেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উপস্থপিকা সারিকা সাবাহ প্রেম করছেন? কার সঙ্গে, পাত্রটা কে? ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ ঝুমুর চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সারিকা।

মাঝে নাটকটির শুটিং বন্ধ থাকলেও আবারও নতুন করে প্রচার শুরু হয়েছে। তবে এ মুহূর্তে নাটকের পাশাপাশি ওয়েবসিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধমে দেয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন সারিকা। তিনি বলেন, ‘আমি পরিকল্পনা করে তেমন কিছু করি না। যেমন পরিকল্পনা করে নাটকেও আসা হয়নি।

‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে কাজ না করলে এতদিনে কি হতো জানি না। হয়তো অন্য কিছু করতাম। আমার পরিবারের অনেকেই প্রকৌশলী। আমিও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছি। তবে এখন পেশা হিসেবে অভিনয়কেই নিয়েছি।’

চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে কিনা- এমন প্রশ্নে সারিকা বলেন, ‘এখনই সেটা বলতে পারছি না। তবে সিনেমার জন্য আমি প্রস্তুত। যদি ভালো চরিত্র, গল্প ও নির্মাতা পাই তবেই কাজ করবো। শুরুটা ভালো হওয়া চাই।’

প্রেম করছেন নিশ্চয়ই- প্রশ্নটা শুনে সাফ জবাব সারিকার, ‘প্রেম তো আমি অবশ্যই করি। তবে সেটা নাটকে, বাস্তবে আমি প্রেম করি না।’

দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু ভেবেছেন- সারিকা বলেন, ‘আপাতত বিয়ের জন্য কাউকে পছন্দ করিনি। এটা আমার পরিবার দেখবে। বিয়ে নিয়ে আমি নিজে কিছু ভাবছি না।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন