এখনকার ভারত অনেক আত্মবিশ্বাসী: ওয়াসিম আকরাম

Nov 8, 2020 / 12:09am
এখনকার ভারত অনেক আত্মবিশ্বাসী: ওয়াসিম আকরাম

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। এখনকার ভারতীয় ক্রিকেট দলের মনোভাবে বেশ পরিবর্তন দেখছেন সাবেক এই তারকা পেসার।

শুক্রবার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই তারকা পেসার বলেছেন, এখনকার ভারত দল অনেক আত্মবিশ্বাসী। তাদের শরীরী ভাষায় অনেক পরিবর্তন এসেছে। নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে সবার। নব্বইয়ের দশকে আমরা যেভাবে মাঠে ঢুকতাম, এখন ঠিক সেটাই করছে ভারত। তাদের শরীরী ভাষায় তা ফুটে ওঠে।

ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

বিরাট কোহলিদের আসন্ন সফর নিয়ে ওয়াসিম আকরাম বলেছেন, আমি মনে করি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণ এখন বিশ্বসেরা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজেলউড এবং আরও দারুণ সব বোলার আছে। আমার বিশ্বাস অস্ট্রেলিয়ার মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াই হবে।