ব্রিজ খালে পড়ল জাহাজের ধাক্কায়, যোগাযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুভর্তি একটি জাহাজের ধাক্কায় চারদিন ধরে খালে পড়ে আছে তারাবুনিয়া (কাটাখালী) খালের আয়রন ব্রিজটি।
এতে উপজেলা সদর, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ, তারাবুনিয়া, পশারীবুনিয়া, আমুয়া বন্দর, ঘোষেরহাটসহ পার্শ্ববর্তী তিনটি উপজেলা ও ১৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বুধবার বিকালে একটি বালুভর্তি জাহাজ কুষ্টিয়া থেকে কাঁঠালিয়া-আমুয়া হয়ে ভগিরথপুর বাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় জাহাজের ধাক্কায় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রিজটি দ্রুত সংস্কার অথবা বিকল্প ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র দাস জানান, মেসার্স সোনালী রাকিব নামের বালুভর্তি জাহাজের ধাক্কায় ৬০ মিটার দীর্ঘ তারাবুনিয়ার খালের ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। জাহাজটি আটক করা হয়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরসহ কয়েকটি গ্রামের স্কুল-কলেজ ও বাজারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকৌশালী (ভারপ্রাপ্ত) মো. সাদ জগলুল ফারুক জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ব্রিজ ভেঙে পড়ার বিষয়টি জেনেছি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন