চার ঘণ্টা ধরে জ্বলছে লাইটের গোডাউন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

Nov 5, 2020 / 09:12pm
চার ঘণ্টা ধরে জ্বলছে লাইটের গোডাউন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ার একটি লাইটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে কোনাপাড়ার বাদশা মিয়া সড়কের ১০ তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের প্রধান মো. শাহজাহান শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ড ঘটেছে ১০ তলা ভবনে। সমস্যা হচ্ছে, ওই ভবনে একটিমাত্র সিঁড়ি। ফলে ভবনে উঠতে খুবই ঝামেলা হচ্ছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের মূল উপাদান পানি, সেই পানিই মূলস্থানে পৌঁছাতে ঝামেলা হচ্ছে। এটাই প্রধান সমস্যা।’

শাহজাহান শিকদার আরো বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত আমরা হতাহতের খবর পাইনি। এমনকি আগুন কীভাবে লেগেছে তাও জানতে পারিনি। আসলে এসব দিকে এখন আমাদের নজর নেই। নজর আগুন নিয়ন্ত্রণের দিকে। নিয়ন্ত্রণে আসার পর হতাহতের ঘটনা আছে কি না কিংবা আগুন লাগার কারণ নিয়ে অনুসন্ধান করা যাবে।’

এদিকে রাত ৮টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বলেন, ‘বাড়তে বাড়তে এখন ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।’