‘যুক্তরাষ্ট্রের নির্বাচন একটা ‌‌‌পাগলামি’

Nov 4, 2020 / 10:02pm
‘যুক্তরাষ্ট্রের নির্বাচন একটা ‌‌‌পাগলামি’

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়ায় জলঘোলা হচ্ছে। অনেক দেশের গণমাধ্যম নির্বাচনে সংঘাতে আশংকা করছেন।দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে ভোটের ফলাফল গণনা করতে সময় লাগছে। এতে করে হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়েও ব্যাপক হিসাব-নিকাশ চলছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল জনগণকে এই বার্তাই দিয়েছে যে, আমেরিকা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে নির্বাচনকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্র বা রাশিয়ার জন্য বেশি ভাল প্রার্থী কে? ট্রাম্প না বাইডেন? রুশ গণমাধ্যমের দৃষ্টিতে সেটি মূল প্রশ্ন নয়।

বোঝানো হচ্ছে আমরিকার গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে। কোনটা ঠিক আর কোনটা ভুল তা অন্যকে শেখানোর মতো অবস্থায় আমেরিকা আর নেই এই বিষয়টিও বোঝানো হচ্ছে।

বুধবার সকালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল রোশিয়া-২৪ যুক্তরাষ্ট্রের রাস্তায় লোকজনের চিৎকার, মারামারির ভিডিও দেখিয়েছে।

রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি স্টেশন এনটিভি’ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতিতে অস্থিরতার পূর্বাভাস দিয়েছে।

ওদিকে, জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আন্নেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার। বুধবার যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বিস্ফোরক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ এমন এক পরিস্থিতি যা থেকে যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। এতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারছি না।