নিরাপদ দেশের শীর্ষে আছে সিঙ্গাপুর

প্রকাশিত: নভে ৪, ২০২০ / ১২:০৯পূর্বাহ্ণ
নিরাপদ দেশের শীর্ষে আছে সিঙ্গাপুর

পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় ওপরের দিকেই রয়েছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। গ্লোবাল গ্যালাপ পোলের নিরাপত্তাবিষয়ক এক জরিপে এ তথ্য প্রকাশ পায়।

২০২০ সালে বিশ্বের ১৪৪টি দেশ নিয়ে জরিপ চালায় গ্যালাপ। স্থানীয় পুলিশের প্রতি মানুষের আস্থা, রাতে একাকী হাঁটার সময় নি’রাপত্তা অনুভব এবং হা’ম’লা ও ছি’ন’তা’ই’য়ে’র শি’কা’র বিষয়ক প্রশ্নের ভিত্তিতে মানুষের ব্যক্তিগত নি’রাপত্তার জরিপ করা হয়। জরিপে অন্যান্য বছরের মতো নি’রাপদ দেশের শীর্ষে আছে সিঙ্গাপুর। পাশাপাশি আছে তুর্কমেনিস্তান। দ্বিতীয় অবস্থানে আছে চীন। আয়ারল্যান্ড ও কুয়েত তৃতীয়তে। চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতসহ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও উজবেকিস্তান। সপ্তম স্থানে আছে সৌদি আরব, মিসর ও ইন্দোনেশিয়া। জরিপে সবচেয়ে অ’নি’রা’প’দ দেশ হিসেবে চিহ্নিত হয় ভেনিজুয়েলা, গ্যাবন, আফগানিস্তান। জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, আপনার বসবাসের এলাকায় রাতে একাকী হাঁটলে আপনি কি নি’রা’প’ত্তা অনুভব করেন? বিগত ১২ মাসে আপনি কি হা’ম’লা বা ছি’ন’তা’ই’য়ে’র শিকার হয়েছেন? আপনার বসবাসের এলাকায় স্থানীয় পুলিশের প্রতি আপনি কি আস্থাশীল?

সূত্র : আল আরাবিয়া

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন