প্লে-অফ খেলতে দলে ডাক পেলো তামিম ও মাহমুদউল্লাহ

ক’রোনাভাইরাসের কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসর স্থগিত হয়ে যায়। শুরুতে বেশ কয়েকটি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করলেও প্লে অফ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। স্থগিত হয়ে থাকা সেই পিএসএল ফিরছে।
আগামী ১৪ নভেম্বর প্লে অফ দিয়ে আবার মাঠে ফিরবে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। বাকি থাকা সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর ফাইনাল হবে ১৭ নভেম্বর। আর এই টুর্নামেন্টের নতুন করে দল তৈরি করেছে প্লে-অফ খেলা চারটি দল।
চারটি দল হলো মুলতান সুলতান, করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। আর নতুন ঐ স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটের মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তামিম খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে এবং মাহমুদউল্লাহ মুলতান সুলতানের হয়ে খেলবেন।
পিএসএল খেলা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “পিএসএল খেলা এটি একটি সম্মানের বিষয়। এই বছর ক্রিকেট খুব ভিন্নভাবে খেলতে হচ্ছে এবং আমি আশা করি আমাদের ভক্তদের মুখে হাসি ফোটানোর জন্যে অংশ নেব। ”
এছাড়া তামিম ইকবাল বলেন, “আমি পিএসএলে আবারও খেলার জন্যে অপেক্ষা করতে পারছি না। লাহোর কালান্দারদের সাথে দুর্দান্ত যাত্রা শুরু হয়েছে এবং আমি এই বছর আমাদের দলকে ট্রফি জিততে ভুমিকা করতে চাই।”
প্রসঙ্গত, চলতি বছরের পিএসএল আয়োজন এখনো সম্পন্ন করতে পারিনি পাকিস্তান। মার্চ মাসে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠিক কোয়ালিফায়ার রাউন্ডের আগে স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজনের দিন-তারিখ সম্প্রতি নির্ধারণ করা হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন