শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ালো সরকার

নভেল করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাবে প্রায় সাড়ে ৬ মাস ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরও এক দফা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারঘোষিত সবশেষ এই ছুটির মেয়াদ ছিল ৩ অক্টোবর পর্যন্ত। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত এলো।
গেল কিছুদিন ধরেই বলা হচ্ছিল, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে অক্টোবরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি না হতে পারে।
দেশে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত ও যানবাহন চলাচল বন্ধ হয়। শুরু হয় কঠোর ‘লকডাউন’।
এরপর টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছু্টির বাড়ানো হয় ৩ অক্টোবর পর্যন্ত।
সেই মেয়াদ শেষ হওয়ার আগেই আরও এক দফায় ছুটি বাড়লো দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
সূত্র : ব্রেকিংনিউজ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন