না ফেরার দেশে চলে গেলেন অপুর সবচেয়ে কাছের মানুষটি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মা’রা গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বা’স ত্যা’গ করেন তিনি। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এই তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল। তবে তার মৃ’ত্যুর সঠিক কারণ তিনি জানাতে পারেননি। এ নিয় রয়েছে ধোঁয়াশা।
সজল জানান, অপু বিশ্বা’সের মা স্ট্রো’ক করে মা’রা গেছেন। এদিকে সামা’জিক যোগা’যোগ’মাধ্যমে এ নায়ি’কার অনেক কাছের মানুষেরা দাবি করেছেন করো’নায় আক্রা’ন্ত ছিলেন শেফালি বিশ্বাস। তার মৃ’ত্যুর কারণ সম্পর্কে নি’শ্চিত হতে অপু বিশ্বা’সের সঙ্গে যোগা’যোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে অপুর সহ’কারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের ম’র’দেহ নিয়ে বগু’ড়া যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষ’কৃত্য অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন