বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টার দিকে শুরু হয় দ্বিতীয় জামাত।
করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ আদায় শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নামাজ আদায় করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসতে থাকেন মুসল্লিরা।
আরো তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বায়তুল মোকাররমে। জামাতগুলো একে অপরের থেকে এক ঘণ্টার ব্যবধান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর শেষ জামাত অনুষ্ঠিত হবে চতুর্থ জামাতের ৪৫ মিনিট পর।
এদিকে, এবারের পরিস্থিতি বিগত বছরগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। কারণ, সরকার করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঈদগাহের পরিবর্তে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন