ইউপি চেয়ারম্যানের সহায়তা পেলো হাজার পরিবার

নরসিংদীর রায়পুরায় অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ এক হাজার দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার দিনব্যাপী অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের এ সহায়তা দেয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সুগন্ধি চাল, তেল, সেমাই, চিনি ও সাবান।
অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ বলেন, ‘ক’রো’না পরিস্থিতিতে দরিদ্রদের জন্য সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। শিশুখাদ্যও বিতরণ করা হয়েছে। এর বাইরে সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর নিদের্শে ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি।’
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ, অলিপুরা ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য আসাদ ভূঁইয়া, মোহাম্মদ আলী, মৎস্যজীবি লীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন