কুতুবদিয়ার ১০ গ্রাম ‘আম্পানের প্রভাবে প্লাবিত’

প্রকাশিত: মে ২১, ২০২০ / ১০:৩০অপরাহ্ণ
কুতুবদিয়ার ১০ গ্রাম ‘আম্পানের প্রভাবে  প্লাবিত’

ঘূর্ণিঝ’ড় আম্পানের প্রভাব ও আমাবস্যার জোয়ারে কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের বেড়িবাঁধের পার্শ্ববর্তী ১০টির অধিক গ্রাম প্লা’বি’ত হয়েছে।

বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বাতাসের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় ভাঙ্গন বেড়িবাঁধের কয়েকটি স্পট দিয়ে লোনা পানি ঢুকে পড়ে।

এ ছাড়া জোয়ারের পানির চাপে কায়ছারপাড়া, ঘোনার মোড়, বায়ু বিদ্যুৎ, তাবালেরচরসহ আরও পার্শ্ববর্তী এলাকার কিছু পয়েন্ট দিয়ে সাগরের পানি লোকালয়ে প্রবেশের খবর পাওয়া গেছে।

উত্তর ধুরুং ইউপির আকবরবলী পাড়ার বাসিন্দা আবদুল মান্নান জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি হওয়ায় পানি ঢুকে বসতভিটা ও পুকুর তলিয়ে যায়। এতে পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ফলে মা’রা’ত্মক ক্ষ’তিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শাহারিয়ার চৌধুরী জানান, ঘূর্ণিঝ’ড়ের প্রভাবে বুধবার সকাল থেকে বৃষ্টি ও বাতাসের তী’ব্রতা বেড়ে গেছে।

তার উপর আমাবস্যার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগরের পানির উচ্চতা কয়েকফুট বেড়েছে। এতে বেড়িবাঁধ বিভিন্ন অংশ দিয়ে পানি ঢুকে পড়ে লোকালয় প্লাবিত হয়েছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর জানান, বেড়িবাঁধের নির্মাণকাজ শেষ না হওয়ায় গত ২ মে পূর্ণিমার জোয়ারেও উত্তর ধুরুং ইউপির কায়সারপাড়া পয়েন্ট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছিল।

ঘূর্ণিঝ’ড়ের প্রভাব এবং আমাবস্যার জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আবারও কায়সারপাড়া এবং আলীআকবর ডেইলের বায়ু বিদ্যুৎ এলাকা প্লাবিত হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এ সব এলাকা পরিদর্শন করে এর প্রতিকারে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে জানানো হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন