বাঘার ১৯ পরিবার ঈদ করবে ‘প্রধানমন্ত্রীর দেয়া পাকা বাড়িতে’

প্রকাশিত: মে ২১, ২০২০ / ০৭:১১অপরাহ্ণ
বাঘার ১৯ পরিবার ঈদ করবে ‘প্রধানমন্ত্রীর দেয়া পাকা বাড়িতে’

অল্প বৃষ্টিতেই জীর্ণ ঘরের চাল চুয়ে পানি পড়ত। মেরামতের সামর্থ্যও ছিল না অনেকের। স্বপ্নের চেয়েও বেশি হয়ে তাদের কাছে ধরা দিয়েছে পাকা বাড়ি।

ঈদের আগেই রাজশাহীর বাঘায় এমন অসহায় ১৯ পরিবারের কাছে নতুন ঘর স্বপ্নের মতো ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দু’র্যো’গ সহনীয় ঘর পেয়ে খুশি উপজেলার অসহায় এই মানুষগুলো। এবার নতুন পাকা ঘরে ঈদ করবে তারা।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দু’র্যো’গ সহনীয় বাসগৃহ নির্মাণ কর্মসূচির আওতায় অসহায়দের পাকা বাড়ি করে দেয়া হয়েছে।

চলতি অর্থবছরে এ উপজেলার ৭টি ইউনিয়নে ১৯টি অসহায় পরিবারকে প্রতিটি ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা বাড়ি করে দেয়া হয়েছে।

দু’র্যো’গ ব্যবস্থাপনা অধিদফতর এর বাস্তবায়ন করে। ঘরে দুটি থাকার রুম, একটি বাথরুম, একটি রান্না ঘর, একটি বারান্দা রয়েছে। সুন্দর ডিজাইনের ঘরে রঙিন টিন ও ওয়াল রং করে দেয়া হয়েছে।

সম্প্রতি নতুন ঘরে উঠেছেন উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ফরু বেগম। তিনি এই ঘর পেয়ে মহাখুশি। তিনি জানান, স্বপ্নই দেখিনি পাকা ঘরে ঘুমাব বা ঈদ করব। প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী বলেন, চলতি অর্থবছরে ১৯টি পরিবারকে একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, প্রান্তিক অসহায় জনগণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে তৈরি করে দেয়া হচ্ছে ‘দুর্যোগ সহনীয় ঘর’।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন