কেরানীগঞ্জে নতুন আরো ৩০ জনের ক’রোনা শনাক্ত

প্রকাশিত: মে ২১, ২০২০ / ১২:০৬পূর্বাহ্ণ
কেরানীগঞ্জে নতুন আরো ৩০ জনের ক’রোনা শনাক্ত

কেরানীগঞ্জে নতুন করে আরো ৩০ জনের ক’রো’না শনাক্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে মোট করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪১৬ জন। বুধবার ও রাতে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত জানান, বুধবার আ’ক্রা’ন্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় একজন নারী, পারগেন্ডারিয়া এলাকায় একজন নারী (৩৫), খেজুরবাগ এলাকায় এক নারী (৫৪), হাসনাবাদ এলাকায় পল্লী বিদ্যুতের দুজন স্টাফ।

কালিন্দী ইউনিয়নের বোরহানীবাগ এলাকায় একজন (৩৩), বরিশুর এলাকায় দুই পুরুষ (৫৫, ৫০), ব্রাম্যনকিত্তা এলাকার একজন পুরুষ (৫০), ভাগনায় একজন (৩০), জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকায় একজন পুরুষ (৫০),কদমতলী এলাকায় একজন যুবক (২৮),

আমিরাবাগ এলাকায় একজন পুরুষ (৫৫), হাউলী এলাকায় দুজন নারী (৪০, ৪৫) , ছোট কুশিয়ারবাগ এলাকায় এক বৃদ্ধা (৬৮), হাফেজ রোডের একজন (৫২), জিনজিরাবাগ এলাকায় এক পুরুষ, অমৃ’তপুর এলাকায় এক পুরুষ,

তেঘরিয়া কেরানীগঞ্জ র‌্যাব-১০ ক্যাম্পের একজন (৫০), কেরানীগঞ্জের মৎস্য কর্মকর্তা, আগানগর ইউনিয়ন দুজন, আমবাগিচা এলাকায় এক পুরুষ (৩৩), এক তরুণী (১৭),

কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন ল্যাব টেকনেশিয়ান, শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকায় এক পুরুষ, বাস্তা ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় এক পুরুষ রয়েছে।

মীর মোবারক হোসেন আরো বলেন, দিন যত যাচ্ছে ক’রো’না পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সবাইকে সামনের দিনগুলোতে আরো সচেতন হতে হবে। একমাত্র নিজ থেকে সামাজিকভাবে সচেতন হলে, সামাজিক দূরত্ব বজায় রাখলেই কেবল ক’রো’নাকে প্রতিরোধ করা সম্ভব।

ইতিমধ্যে কেরানীগঞ্জবাসীকে করোনা সম্পর্কে সচেতন করতে গিয়ে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আ’ক্রা’ন্ত হয়েছে। তারপরেও মানুষ সচেতন হচ্ছে না। এছাড়া কেরানীগঞ্জে এ পর্যন্ত আ’ক্রা’ন্তের মধ্যে মোট ৭৫ জন সুস্থ হয়েছে এবং ১৩ জন মৃ’ত্যু’বরণ করেছে বলেও স্বাস্থ্য কর্মকর্তা জানান।

সুত্রঃ কালের কণ্ঠ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন