বিরাট কোহলি এই সময়ের সেরা ক্রিকেটার: ইয়ান চ্যাপেল

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল বলেছেন, এই সময়ের সেরা ক্রিকেটার যেমন স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট তাদের মধ্যে বিরাট কোহলিই সেরা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ওর রেকর্ড অনন্য।
সম্প্রতি একটি ইউটিউব ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাপেল বলেন, কোহলি যে মানসিকতা নিয়ে ব্যাট করে সেটাই দারুণ লাগে। আমার সময়ে সীমিত ওভারের ক্রিকেটের সেরা খেলোয়াড় ছিলেন ভিভিয়ান রিচার্ডস।
ও ক্রিকেটের সাধারণ শটগুলোই এমন ভাবে খেলত, তাতে দ্রুত রান উঠত। আসলে ভিভের শটগুলো ছিল ভীষণ নিয়ন্ত্রিত। কোহলিও ঠিক সে রকমই।
ইয়ান চ্যাপেল আরও বলেন, কোহলির ফিটনেস ও উইকেটের মাঝে দৌড়টাও দুরন্ত। অধিনায়ক বিরাটের বড় গুণ ও পরাজয়ের ভয় করে না। সব সময় জেতার জন্য আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেটা করতে গিয়েই কখনও-কখনও হার স্বীকার করতে হয়। আমি এ রকম অধিনায়ককেই পছন্দ করি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন