গ্রামবাসী কেটে দিলেন করোনা আক্রান্ত নারীর ধান

প্রকাশিত: মে ১৯, ২০২০ / ১২:৩২অপরাহ্ণ
গ্রামবাসী কেটে দিলেন করোনা আক্রান্ত নারীর ধান

খাগড়াছড়ির মহালছড়িতে করোনা আক্রান্ত এক রোগীর জমির ধান কেটে দিয়েছেন গ্রামবাসী। গত ১৩ মে উপজেলা মনাটেক এলাকার ওই নারীর দেহে করোনা শনাক্ত হয়।

এরপর থেকে পুরো পরিবারকে লকডাউন করা হয়। আক্রান্ত পরিবারের জমিতে পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দূর করতে কেটে দেয়ার সিদ্ধান্ত নেন গ্রামবাসী।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে স্থানীয় কার্বারীর সুশান্ত লালের নেতৃতে ধান কাটা কর্মসূচিতে যোগ দেন নন্দ রানী, পুষ্পানী চাকমা, সূর্য চন্দ্র চাকমা, ধনবী চাকমা ,বিরলা চাকমাসহ গ্রামের বেশ কয়েকজন নারী।

তারা জানান, করোনা শনাক্ত হওয়ার পর তাদের পুরো পরিবারকে লকডাউন করা হয়েছে। এরমধ্যে জমির ধান পাকা শুরু হয়েছে। সময়মত ধান কাটতে না পারলে তা জমিতেই নষ্ট হবে।

তাই আমরা তাদের ধান কাটার উদ্যোগ নেই। ধান কাটার পর তা বাড়িতে পৌঁছে দেয়ার কাজেও সহায়তা করা হবে।

১৩ মে আক্রান্ত নারীর দেশে করোনা শনাক্তের পর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। তৃতীয় দফায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তৃতীয় দফায় রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারটি লকডাউন অবস্থায় থাকবে বলে জানান এলাকাবাসী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন