গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ‘২০ মে’র মধ্যে পরিশোধ করুন’

প্রকাশিত: মে ১৫, ২০২০ / ০৭:০৪অপরাহ্ণ
গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ‘২০ মে’র মধ্যে পরিশোধ করুন’

ঈদের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা এবং আইন অনুসারে মূল বেতনের সমান ঈদ বোনাস পরি’শোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (গার্মেন্ট টিইউসি)। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের নেতারা এই দাবি করেন।

এই সময় আগামী ২০ মে’র মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেসিকের সমান ঈদ বোনাস এবং মার্চ-এপ্রিল মাসের বকেয়া বেতন পরি’শোধ করার দাবি জানানো হয়।

একইসাথে সরকারি সিদ্ধান্ত অনুসারে করোনা মহামা’রীকালে সকল ছাটাইকৃত শ্রমিককে পুনর্বহাল, শ্রমিকের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মরত অবস্থায় করোনা সংক্রমিত হলে সুচিকিৎসা ও উপযুক্ত আর্থিক ক্ষ’তিপূরণের দাবি জানানো হয়।

গার্মেন্ট টিইউসিরসভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, মঞ্জুর মঈন প্রমুখ।

শ্রমিক নেতারা বলেন, মালিকরা মহামা’রীর সুযোগ বুঝে শ্রমিকের পাওনা টাকা না দিয়ে আত্মসাৎ করার সুযোগ দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্ত অমান্য করে শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন, কারখানায় শ্রমিকের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। ফলে করো’না”ভাইরাসে আ’ক্রা’ন্ত শ্রমিকের সংখ্যা বাড়ছে।

নেতারা বলেন, আ’ক্রা’ন্ত হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। গার্মেন্ট শ্রমিকরা আ’ক্রা’ন্ত হলে তার সুচিকিৎসা এবং ক্ষ’তি’পূরণের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

জলি তালুকদার বলেন, মালিকরা এপ্রিলের বেতন ৩৫ শতাংশ কে’টে নিয়েছে, এখন বোনাস কে’টে রাখার পাঁয়তারা চলছে। মালিকরা এই করোনা মহা’মা’রী পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে নিয়ে শ্রমিক ঠকিয়ে মুনাফার হার বৃদ্ধি করতে ন্যা’ক্কা’রজনক সব কাজে লি’প্ত হয়েছে।

তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, সুযোগ বুঝে শ্রমিক ঠকানোর পথ ত্যাগ করে ২০ মে’র মধ্যে পূর্ণাঙ্গ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ করুন।

সুত্রঃ কালের কন্ঠ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন