এবার সুমো কুস্তিগিরের করোনায় মৃ’ত্যু!

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণ’ঘা’তী করো’না’ভা’ইরাস কেড়ে নিচ্ছে লাখো লাখো প্রাণ। এর শি’কা’র হয়ে এবার মা’রা গেলেন জাপানের ২৮ বছর বয়সী সুমো কুস্তিগির শুবোশি। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জাপান সুমো এসোসিয়েশন (জেএসএ)।
জাপানের সংবাদমাধ্যম বলছে, গত ১০ এপ্রিল ক’রো’না পজিটিভ হয় শুবোশির। ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি হলে টোকিও হাসপাতালে ভর্তি ক’রা’নো হয় তাকে। জাপানে ক’রো’না পজিভিভ হওয়া প্রথম সুমো কুস্তিগির শুবোশি। ২০০৭ সালে পেশাদার কুস্তিগির হিসেবে ক্যারিয়ার শুরু করেন শুবোশি।
উল্লেখ্য, প্রথমদিকে বলা হচ্ছিল যে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরাই ক’রো’নায় মা’রা যাচ্ছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। এখন যে কোনো বয়সের মানুষই মা’রা যাচ্ছে ক’রো’নায়। এমনকী সুমো কুস্তিগীরের মতো সুঠামদেহী মানুষেরারও।
সুত্রঃ কালের কন্ঠ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন