ওয়াশিংটনের মেয়র ল’কডাউনের মেয়াদ বাড়ালেন

করো’না’ভা’ইরাসে নতুন করে আ’ক্রা’ন্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বুধবার ল’ক’ডাউনের মেয়াদ বাড়িয়েছেন।
ক’রো’নার কারণে অর্থনৈতিক ক্ষ’তির ধা’ক্কা সামাল দিতে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে ল’ক’ডাউন শিথিল করা হলেও তিনি সেখানে এমন পদক্ষেপ নিলেন, খবর এএফপি।
শুক্রবার ল’ক’ডাউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, ফলে নগরীতে ঘরে থাকার নির্দেশনা আগামী ৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ওয়াশিংটনের পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জন্যও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেয়র বাউসার তাঁর ঘোষণায় বলেন, ‘কো’ভিড-১৯ ভা’ই’রাসে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন পর্যন্ত কমেনি। এ অঞ্চলজুড়ে করো’না’ভা’ইরাসের ব্যাপক কমিউনিটি সং’ক্র’মণ বজায় রয়েছে।
ওয়াশিংটনের কাছের মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।’ কেব’লমাত্র রাজধানীতে করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৮৪ জনে এবং মৃ’তে’র সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে।
সুত্রঃ এন্টিভি অনলাইন
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন