তৃতীয় লি’‌ঙ্গের মানুষদের ঈদ উপহার দিলো যুবলীগ

প্রকাশিত: মে ১৪, ২০২০ / ০১:০২পূর্বাহ্ণ
তৃতীয় লি’‌ঙ্গের মানুষদের ঈদ উপহার দিলো যুবলীগ

ক‌রো’না’ভা’ইরা‌সের সং’ক’টময় পরি‌স্থি‌তি‌তে তৃতীয় লিঙ্গের মানুষদের ঈদ উপহার হিসেবে বস্ত্র ও খাদ্য সামগ্রী দিয়েছে আওয়ামী যুবলীগ।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে এসব উপহার বিতরণ করা হয়।

রাজধানীর পল্লবীতে মিল্কভিটার ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় মাইনুল হোসেন খান নিখিল উপ‌স্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তৃতীয় লি’ঙ্গের মানুষদের শাড়ি, চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান, বিস্কুট, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার দেওয়া হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক মহা’মা’রি করো’না’ভা’ইরাসের প্রথম থেকেই যুবলীগ সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ‌কে আমরা অব‌হে‌লিত তৃতীয় লি‌’ঙ্গের এসব মানু‌ষের পা‌শে দাঁড়ি‌য়ে‌ছি।

শুধু এ ধর‌নের সম্প্রদা‌য়ের মানুষই নয়; শারীরিক প্রতিব’ন্ধী, বাক প্রতিব’ন্ধী, দৃ‌ষ্টি প্রতিব‌’ন্ধি মানু‌ষের পাশেও দাঁড়াতে হবে। ক’রো’না সং’ক’ট স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে।

এ সময় মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্রঃ এনটিভি অনলাইন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন