ভারতীয় সীমান্তে চীনা কপ্টার, ব্যাপক উ’ত্তেজনার সৃষ্টি!

ভারত-চীন সীমান্তের খুব কাছে চীনা সেনাবাহিনীর (পিপলস লিবারেশন আর্মি) একটা হেলিকপ্টারকে উড়তে দেখা গেছে। এ প্রেক্ষিতে দুই দেশের সীমান্তে (এলএসি বরাবর) উ’ত্তে’জনা বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে , মাটির খুব নীচে এই হেলিকপ্টারের উপস্থিতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বেগ বাড়িয়েছে। চীনা ভূপৃষ্টে সেই হেলিকপ্টারের উপস্থিতি ছিল। কিন্তু ঝুঁ’কি এড়াতে ভারতীয় বিমানবাহিনীর একটা কপ্টারকে (আইএ এফ) উড়ানো হয়।
চীনা হেলিকপ্টারের ওপর নজরদারি করতে এই উদ্যোগ। ভারতীয় বিমানবাহিনীর সূত্রে জানা গেছে, দুই দেশের বিমানবাহিনীর ওই বিমান সীমা ল’ঙ্ঘ’ন করেনি। দু’টি কপ্টারই নিজেদের ভূপৃষ্টের ওপর ছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে এলএসি বরাবর এই অঞ্চলে দুই দেশের পদাতিক বাহিনীর স’ক্রিয়তা ঘিরে উত্তেজনা বেড়েছিল। সীমান্তের দু’পাশ থেকেই উড়ে এসেছিল পাথর। একইভাবে সিকিমের নাথু লা এলাকায় মুখোমুখী চলে এসেছিল দুই দেশের পদাতিক বাহিনী।
সূত্র : এনডিটিভি
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন