মালয়েশিয়াতে হাইকমিশন থেকে সাড়ে ৭ হাজার প্রবাসী খাদ্য পেলো

প্রকাশিত: মে ১২, ২০২০ / ১২:৫৫পূর্বাহ্ণ
মালয়েশিয়াতে হাইকমিশন থেকে সাড়ে ৭ হাজার প্রবাসী খাদ্য পেলো

মালয়েশিয়ায় কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এখন পর্যন্ত সাড়ে সাত হাজার প্রবাসীর কাছে খাদ্য পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সোমবার মিশনের লেবার কাউন্সিলার মো. জহিরুল ইসলাম জানান, করো’না’ভা’ইরাস কোভিড-১৯ প্র’তি’রোধে মালয়েশিয়া সরকারের জারি করা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও এর কারণে বাংলাদেশি কর্মীরা কাজকর্ম বন্ধ করে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে হচ্ছে এবং চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রিত।

এমন পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে ‘খাদ্য চাহিদা ফরম’ পূরণের আহ্বান জানায়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইকালে দেখা গেছে অনেকে একাধিক ফরম পূরণ করেছেন,

অনেকে পরীক্ষা করার জন্য ফরম পূরণ করেছেন, অনেকে প্রয়োজন নাই বলে জানিয়েছেন। খাবার সহায়তা প্রদান করার ক্ষুদ্র প্রচেষ্টায় ইতোমধ্যে ৭৫০০ অধিক বাংলাদেশি নাগরিকের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে গেছে।

মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় অবস্থিত ‘খাদ্য চাহিদা ফরম’ পূরণ করা বাংলাদেশি নাগরিকের আবাসস্থল/ বাসা/বাড়িতে (দোরগোড়ায়) এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও, কঠোরভাবে চলাচল নিয়ন্ত্রণ এবং করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমিত হওয়ার আ’শ’ঙ্কার মধ্যেই নানা নিয়ম-কানুন পরিপালন করে খাদ্য সহায়তা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কাউন্সেলর জহিরুল ইসলাম।

হাইকমিশন প্রদত্ত খাদ্য সহায়তা মালয়েশিয়া সরকার কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এ মহাদু’র্যো’গে এগিয়ে আসার জন্য ভলান্টিয়ারদের ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

এ ছাড়া ল’কডাউ করা তিনটি ভবনে সিটি ওয়ান প্লাজা, সেলাংগর ম্যানসন ও মালয়ান ম্যানশনে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিকট খাদ্য সরবরাহ করা হচ্ছে এবং করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে ল’ক’ডাউন ঘোষিত কয়েকটি এলাকায়ও অবস্থিত সকল বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়া কর্তৃপক্ষের মাধ্যমে হাইকমিশন হতে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, হাইকমিশনারের আহ্বানে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রবাসীদের খাদ্য সহায়তা করেন। এ সময় তিনি প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে করো’না’ভা’ই’রাসের প্রকোপ এবং মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলমান অবস্থায় অবৈধ নাগরিক, ভিসা সুবিধা, এবং ডিটেনশন ক্যাম্পে অপেক্ষমান বাংলাদেশি নাগরিকদের দেশে প্রেরণের বিষয়ে মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন বিভাগ এবং মানব সম্পদ মন্ত্রণালয়ে পত্র দিয়েছে হাইকমিশন।

বিশ্বজুড়ে চলমান এ মহাদু’র্যো’গের ক্রা’ন্তি’কালে হাইকমিশন যখন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করার ক্ষুদ্র প্রয়াস নিয়েছে তখন এসব নিয়ে বিভিন্নভাবে বিভ্রা’ন্তি ছড়ানোর জন্য কেউ কেউ অপচেষ্টা করছে যা খুবই দু:খজনক।

যাবতীয় সীমাবদ্ধতার মধ্যে একটি সুনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে বিধায় বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ করা হয় হাইকমিশনের পক্ষ থেকে।

সুত্রঃ জাগোনিউজ২৪

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন