শোয়েব আমাকে মে’রেই ফেলবে এমন মনে হচ্ছিল: তামিম

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, আমি অনেক ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছি এবং ১৫০ কিলোমিটার গতির ডেলিভারিও খেলেছি।
কিন্তু আমি ভয় পেয়েছিলাম যখন আমি কেনিয়াতে ২০০৭ সালে ত্রিদেশীয় সিরিজে শোয়েব আখতারের মুখোমুখি হয়েছিলাম। সেদিন আমার মনে হয়েছিল, সে আমাকে মেরে শেষ করে ফেলবে।
রোববার রাতে জাতীয় দলের তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে ফেসবুক লাইভে এ কথা বলেন তামিম ইকবাল।
২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ঘণ্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করে ইতিহাস গড়েন শোয়েব আখতার। সেই বছরই পাকিস্তান সফরে গিয়ে শোয়েবের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল।
পেশোয়ার টেস্টে শোয়েব আখতার একাই নেন ১০ উইকেট। সে ম্যাচের প্রথম ইনিংসে ৫০ রানে ৬ উইকেট শিকা’র করেন শোয়েব। সেই ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ২৫ রান।
তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে ২০০৩ সালের সেই স্মৃতি মনে করে খালেদ মাহমুদ সুজন বলেন, অনেকেই আমার কথা বিশ্বাস করে না, অনেককেই বিশ্বাস করাতেও পারি না, সেদিন শোয়েবের প্রথম বল আমি আসলে চোখেই দেখিনি।
সুজনের এমন মন্তব্যের পর তামিম বলেন, আমি যখন প্রথম শোয়েব আখতারের মুখোমুখি হই, আমার কাছে মনে হয়েছিল সে আমাকে মে’রেই ফেলবে।
সুত্রঃ যুগান্তর
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন