সিআইডি ২০১৩ সালেই ‘করোনার’ পূর্বাভাস দিয়েছিল!

আপনি কি জানেন, ভারতে দীর্ঘদিন ধরে সম্প্রচার হওয়া জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সিআইডি’র একটি পর্বে দ্রুত ছড়ানো ভা’ই’রাস সম্পর্কে আগেই জানানো হয়েছিল? ২০১৩ সালে সম্প্রচার হয় ‘দ্য কেস অব দ্য ডেডলি ভা’ই’রাস’ (খ’তরনাক ভা’ই’রাস কা রহস্য) পর্বটি। সেখানে হাঁচি-কাশি ও করমর্দন সম্পর্কেও বলা হয়েছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শিবাজি সতম, যিনি এসিপি প্রদ্যুমনের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি বর্তমান করো’না’ভা’ইরাস মহা’মা’রি পরিস্থিতিতে ওই পর্বের কথা স্মরণ করেছেন।
মুম্বাই মিররকে শিবাজি বলেছেন, “‘সিআইডি’-তে আমার অন্যতম স্মরণীয় পর্ব ‘দ্য কেস অব দ্য ডেডলি ভাইরাস’।”
শিবাজি বলেন, ‘বর্তমান মহা’মা’রির সঙ্গে অনেক সাদৃশ্যই রয়েছে, সেখানে অজানা এক ভাইরাসের হু’ম’কির মুখোমুখি হয়েছিল মানুষ। সেটা সামলাতে আমাদের মাস্ক ও শরীর ঢাকার পোশাক পরতে হয়েছিল।’ ওই শোতে দ্রুত সং’ক্র’মণ ছড়াতে সক্ষম ভা’ইরা’সের কথা বলা হয়েছিল বলে জানান শিবাজি।
দেখুন একটি পর্ব :
ওই পর্বের প্লট ছিল এমন, একটি প্রাণ’ঘা’তী ভা’ই’রাস জনসংখ্যাবহুল দেশটিতে ছড়িয়ে পড়তে পারে। একটি ছোট শিশিতে ছিল সেই ভাইরাস। একটি ওষুধ কোম্পানির কর্মী ওই শিশিটি চু’রি করতে চায়। পরে জোর তদন্ত শুরু করে সিআইডি।
শিবাজি বলেন, ‘তখন আমি ও আমার গোয়ে’ন্দা টিম সেই অবস্থা থেকে রক্ষা করি।’ একটি শিশি দেখিয়ে পর্বটি শুরু হয়। বলা হয়, এই শিশিতে রয়েছে অজানা এক প্রাণঘা’তী ভা’ই’রাস। মানুষ এর আগে এ সম্পর্কে জানতই না।
এটি ভয়াবহ মৃ’ত্যুর কারণ হতে পারে। শুধু মানুষের শরীরে নয়, ব’ন্যপ্রাণীদের মধ্যেও এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই রোগের একমাত্র আরোগ্য হলো মৃ’ত্যু।
বিভিন্ন দেশে অবশ্য অনেক টিভি সিরিজ ও সিনেমায় প্রা’ণ’ঘা’তী ভা’ই’রাস সম্পর্কে জানানো হয়েছিল। ক’রো’না মহামারির এ সময়ে সেসবই প্রকাশ্যে আনছেন অনেকে।
সুত্রঃ এনটিভি অনলাইন
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন