করোনা টেস্ট, প্রবাসী শ্রমিকদের বেতন থেকে কাটা হবে : মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: মে ১১, ২০২০ / ০৯:১৪অপরাহ্ণ
করোনা টেস্ট, প্রবাসী শ্রমিকদের বেতন থেকে কাটা হবে : মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী

মালয়েশিয়ার বর্তমান প্রেক্ষাপট, পরিস্থিতি এবং করোনাভাইরাস সার্বিক বিষয় নিয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে ব্রিফিং করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইসমাইল সাবরি ইয়াকুব।

তবে ইদানীং তিনি বেশ আলোচনায় চলে এসেছেন বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশী অভিবাসীদের নিয়ে কড়া কড়া মন্তব্য এবং তার গৃহীত নীতিমালা এবং নির্দেশনা কোম্পানির মালিক বিদেশি শ্রমিকদের এ দেশে প্রবেশ করোনাভাইরাস এর সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি শ্রমিকদের নিয়ে তার ব্যাপক নীতিমালা কঠোর নির্দেশনা মালয়েশিয়ায় সবার আলোচনায় চলে এসেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনি বেশ কয়েকটি পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছেন তার মধ্যে সবচেয়ে কঠিনতম পদক্ষেপ মালয়েশিয়ায় অবস্থানরত সকল বিদেশী শ্রমিকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এবং এর খরচ বহন কোম্পানির মালিকদের করতে হবে

পরবর্তীতে কোম্পানির মালিকদের অনীহার কারণে এদেশে শ্রমিকদের যাদের বীমা বা ইন্সুইরেন্স রয়েছে তাদের বীমার টাকা দিয়ে টেস্ট করাহবে। যাদের বিমা নেই তাদের মাসিক বেতন থেকে টাকা কাটা হবে অথ্যাৎ শ্রমিকদের মাসিক বেতন থেকে টাকা কেটে নিয়ে তাদেরকে করো না পরীক্ষা করতে হবে এমনটাই নির্দেশনা দিয়েছে বর্তমান মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা মনে করেন এটা তাদের জন্য ভালো হবে যে করোনা মহামারীর থেকে মালয়েশিয়ায় অন্তত মালয়েশিয়া সরকার বৈধ অবৈধ অভিবাসীদের এতদিন বিনামূল্যে চিকিৎসা দিয়ে এসেছে বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তবে

প্রত্যেক বিদেশী শ্রমিকদের জন্য করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করা ব্যাপারটি কঠিন হলেও অনেক ক্ষেত্রে তাদের জন্য মঙ্গলকর হবে কারণ অনেক বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় যারা প্রকাশ করতে চায় না আদৌ আক্রান্ত কিনা তাই কোম্পানিকে বাধ্যতামূলক করা অনেকে আক্রান্ত হলে অন্তত চিকিৎসা পাবে বেঁচে যাবে একটি ভালো উদ্যোগ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন