প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জা’লিয়াতি করে রি’মান্ডে ছাত্রলীগ নেতা

প্রকাশিত: মে ৯, ২০২০ / ০৯:৩৭অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জা’লিয়াতি করে রি’মান্ডে ছাত্রলীগ নেতা

খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জা’লি’য়াতির অ’ভি’যোগে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রে’প্তা’র করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন সেই ছাত্রনেতা রি’মা’ন্ডে আছেন, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

সেই ছাত্রলীগ নেতার নাম তরিকুল ইসলাম মুমিন। তিনি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি। আজ শনিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে ব’হি’ষ্কার করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জা’লি’য়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সি’দ্ধান্ত বদলে দেওয়ার অ’ভি’যোগের মা’ম’লার আ’সা’মি ‍মুমিন।

গত ৫ মে তেজগাঁও থানায় মা’ম’লাটি দায়ের করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তরিকুল ছাড়াও এই মা’ম’লায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা ও ফরহাদ নামে আরো দুজনকে আ’সা’মি করা হয়।

তরিকুল ইসলাম ‍মুমিনকে গত বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে গ্রে’প্তা’র করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে আসা হয়।

তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার থেকে মোমিন রি’মা’ন্ডে আছেন।

এদিকে আজ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তরিকুল ইসলাম মুমিনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে ব’হি’ষ্কার করা হলো।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ছাত্রলীগে কখনোই কোনো অ’প’রাধীদের স্থান নেই। কেউ যদি কোনো অ’প’রাধ করে সঙ্গে সঙ্গে তাঁকে দল থেকে বের দেওয়া হয়। এখনো তাই করা হয়েছে।’

সুত্রঃ এনটিভই অনলাইন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন