আরব দেশগুলোতে এবার যে কয়টি রোজা হবে

চলতি বছর আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি ও স্পেস সেন্টারের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এ সম্ভাবনার কথা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ডেইলি ইমারত আল ইয়োম এ খবর জানায়।
পত্রিকায় ইব্রাহিম আল জারওয়ানের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এ বছর মে মাসের ২৪ তারিখ (রোববার) আরব দেশগুলোতে রমজান মাসের সমাপ্তি হবে। শুরু হবে শাওয়াল মাস।
শুধু তা-ই নয়, তিনি আরব দেশগুলোতে আগামী দুই বছরের রমজান মাস শুরু হওয়ার সময়ও জানিয়েছেন। হিসেব অনুযায়ী, ২০২১ সালে আরব দেশগুলোতে রমজান শুরু হতে পারে ১৩ এপ্রিল থেকে আর ২০২২ সালে ২ এপ্রিল থেকে। সূত্র : খালিজ টাইমস
২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!
২০৩০ সালে রমজানের রোজা হবে ৩৬ দিন; সে কারণে ওই বছর রোজা হবে ৩৬টি। সম্প্রতি এ কথা জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ। তা হলে ওই বছর কি রমজান মাস ৩৬ দিনে হবে!
অবশ্যই নয়, এমনটি ভাবাও অবৈজ্ঞানিক। কারণ আরবি মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে। অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ-এর ব্যাখ্যাও দিয়েছেন।
তিনি জানিয়েছেন, হিসাবটি একদম সহজ। ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা। আর ঘটনার পুনরাবৃত্তি অনেক বছর পর আসে। এক টুইটে তিনি লেখেন– ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস।
আবার একই বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে। ইংরেজি একই বছরে আবার রমজান মাস চলে আসার কারণও জানিয়েছেন এ অধ্যাপক।
তিনি বলেন, চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়। আর ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত থাকে। সে কারণে প্রতি ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে কমতে কমতে ২০৩০ সালে দুবার পবিত্র রমজান মাস পাওয়া যাবে।
তথ্যসূত্র: সৌদি২৪নিউজ, সৌদি হোলিক ডট কম
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন