করোনায় আ’ক্রান্ত বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী

প্রকাশিত: মে ৬, ২০২০ / ০৯:৩৬অপরাহ্ণ
করোনায় আ’ক্রান্ত বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী

বিশ্বের অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণ’ঘা’তী করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের ঘাটতির খবরের মধ্যেই এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল(আইসিএন)।

বুধবার সংস্থাটি জানায়, এই রো’গে এখন পর্যন্ত ২৬০ জন নার্সের মৃ’ত্যু হয়েছে। কাজেই কর্মী ও রো’গীদের মধ্যে ভা’ই’রাসের বিস্তার রোধে সঠিক হিসাব রাখতে কর্তৃপক্ষের কাছেও অনুরোধ জানানো হয়েছে।-

জেনেভাভিত্তিক সংস্থাটি মাসখানেক আগে জানিয়েছে, উহান থেকে ছড়িয়ে পড়া এই মহামারীতে ১০০ নার্স আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন।

আইসিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেন, স্বাস্থ্যকর্মীদের ক’রো’নায় আ’ক্রা’ন্তের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজারে বেশি হবে। কিন্তু বিশ্বের সব দেশ থেকে তথ্য নিতে না পারায় সঠিক সংখ্যা মূল্যায়ন করা সম্ভব হয়নি।

৩০টি দেশের নার্সদের সংগঠন, সরকারি হিসাব ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে আ’ক্রা’ন্ত নার্সদের সংখ্যা ৯০ হাজার নির্ধারণ করা হয়েছে। ১৩০টি জাতীয় নার্স সংগঠনের প্রতিনিধিত্ব করছে আইসিএন। যাতে ২০ লাখ নিবন্ধিত নার্স রয়েছেন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৫ লাখ লোক করো’না’ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। ক্যাটোন বলেন, যদি স্বাস্থ্যকর্মীদের গড় আ’ক্রা’ন্তের সংখ্যা ছয় শতাংশ বলে আমরা ধরে নিই, তবে বৈশ্বিক সংখ্যা দুই লাখের বেশি হবে।

আইসিএন নির্বাহী বলেন, কেলেঙ্কারিটা হচ্ছে, সরকারগুলো পরিকল্পিতভাবে এই সংখ্যা সংগ্রহ করছে না। তারা চোখ বন্ধ করে রাখছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এতে আরও প্রাণহানি বাড়বে বলেও তিনি সত’র্ক করে দেন।

সুত্রঃ রয়টার্স

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন