অর্থ সহায়তা পাচ্ছেন এক হাজার ক্রীড়াবিদ

প্রকাশিত: মে ৬, ২০২০ / ০৯:২২অপরাহ্ণ
অর্থ সহায়তা পাচ্ছেন এক হাজার ক্রীড়াবিদ

ক’রো’নার দু’র্যো’গে অস’হায় ক্রীড়াবিদদের সহায়তায় এগিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের এক হাজার ক্রীড়াবিদকে অর্থ সহায়তা দেওয়া হবে।

আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‌‘পুরো বিশ্ব আজ স্থবির। এই দুর্যোগে সব মানুষই ক্ষ’তি’গ্রস্ত হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। ভা’ই’রা’সটি এমন সময় আক্রমণ করেছে যখন সব ধরনের খেলাই চলছিল। খেলোয়াড়দের আয়ের উৎস তাই বন্ধ। খেলা বন্ধ হওয়ার কারণে সবাই ক্ষতিগ্রস্থ হয়েছেন।’

সভার সিদ্ধান্ত সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় এক হাজার অসহায় ক্রীড়াবিদদের সহায়তা দেব। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয়, তাদের তালিকা করা হচ্ছে। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।’

ঈদের পর ক্রীড়াঙ্গনে সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে উল্লেখ করে জাহিদ আহসান আরো বলেন, ‘৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। ক’রো’নায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি মাসে দুই হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা দেওয়া করা হবে। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবেন।’

সুত্রঃ এনটিভি অনলাইন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন