ল’কডাউনে খোলা ম’দের দোকান, তী’ব্র প্র’তিবাদ করল কমল হাসান!

ভারতে দ্বিতীয় দফার ল’ক’ডাউনের মেয়াদ বাড়তেই ম’দের দোকান খোলার সিদ্ধান্ত নেয় মোদি সরকার।এতে ভারতের অনেক তারকা ও ব্যক্তিত্বরা ক্ষো’ভ প্রকাশ করেছেন। এ সিদ্ধান্তে তী’ব্র প্র’তি’বাদ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা এবং দক্ষিণী সুপারস্টার কমল হাসান।
মোদি সরকারের এই সিদ্ধান্তে সায় দিয়ে তামিলনাড়ু সরকারও আগামী ৭ মে থেকে ম’দের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তে তামিলনাড়ু প্রশাসনের ‘মাথা নাড়া’কেই ভ’য়ং’কর বি’পদ বলে মনে করছেন কমল হাসান।
কমল হাসান বলেন, এই মুহূর্তের একটা ছোট্ট ভুলও বহু মানুষের প্রাণ কে’ড়ে নিতে পারে। তিনি বলেন, কোয়েম্বেড়ু মার্কেট, যা কিনা তামিলনাড়ুতে তী’ব্র হারে ক’রো’না সং’ক্র’মণ ছড়িয়েছে, সরকার তার মো’কা’বেলা করতে পারেনি, তারাই এখন আবার বাজারে ম’দের দোকান খুলতে চলেছে।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কোর্পোরেশনের সিদ্ধান্তের বিরোধিতা করে কমল বলেছেন, এআইএডিএমকে সরকার বুঝতে পারছে না যে তাদের একটা ভুল সিদ্ধান্ত বহু মানুষের প্রাণ কেড়ে’ নিতে পারে।
প্রতি বছর এক্সাইজ ডিউটি থেকে একটা মোটা অঙ্কের টাকা সরকারের কোষাগারে ঢোকে। আর ল’কা’ডাউন চলাকালীন দেশের সব প্রান্তে ম’দের দোকান বন্ধ থাকায় কোষাগারে সেই ধাক্কা যে কিছুটা হলেও পড়েছে।
সরকারি নির্দেশে ম’দের দোকান খোলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ ১ দিনেই কর্ণাটক সরকার আয় করেছে ৪৫ কোটি টাকা। অন্যান্য রাজ্যেও এই আয়ের হার এর থেকে খানিক কম-বেশি। দোকান খুলতেই দেশের বিভিন্ন প্রান্তের সুরাপ্রেমীরা ভীড় জমিয়েছেন।
সচেতনতা অবলম্বন করে তো বটেই, বরং চড়া দামে ম’দ কিনে বাড়ি ফিরছেন। আর পাঁচটা রাজ্যের মতো পশ্চিমবঙ্গতে ও এর অন্যথা হয়নি। বেলা বাড়তেই শহরের বিভিন্ন প্রান্তে ম’দ কিনতে লোকের জমায়েতের ছবি-ভিডিও ভা’ই’রাল হয়ে গিয়েছে।
তামিলনাড়ু সরকারও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সায় দিয়ে ৭ মে থেকে খুলছে মদের দোকান। আর সেই সিদ্ধান্তকেই ভ’য়ং’কর বলে মনে করছেন মাক্কাল নিধি মাইয়াম দলের নেতা কমল হাসান।
সুত্রঃ কালের কন্ঠ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন