দেশের সর্বশেষ জেলাটিতেও আ’ঘাত হে’নেছে করোনা

প্রকাশিত: মে ৬, ২০২০ / ০৬:২৩অপরাহ্ণ
দেশের সর্বশেষ জেলাটিতেও আ’ঘাত হে’নেছে করোনা

দেশের সর্বশেষ জেলা রাঙামাটিতেও ক’রো’না থা’বা বিস্তার করেছে। বুধবার দুপুরে জেলার ৪ জনের দে’হে ক’রো’না শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

দেশের ৬৪ জেলার মধ্যে এতদিন কেবল রাঙ্গামাটিতে কোনো ক’রো’না ছিল না। তবে একদিনের পরীক্ষায় একসঙ্গে চারজনের দে’হে ভা’ই’রাসটির সং’ক্র’মণ পাওয়া গেছে। এ দিকে খবরটি ছড়িয়ে পড়লে শহরসহ জেলাজুড়ে বেড়েছে ক’রো’না আ’ত’ঙ্ক।

সিভিল সার্জন জানান, ক’রো’না শনাক্ত চার রো’গীই রাঙ্গামাটি শহরের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন, হাসপাতাল এলাকার ২ জন, দেবাশীষনগর এলাকার ১ জন ও রিজার্ভবাজার এলাকার ১ জন।

আ’ক্রা’ন্তদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী। ২৯ এপ্রিল তাদের নমুনা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড সাইন্স বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। আজ তাদের মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। জরুরি সভায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সুত্রঃ যুগান্তর

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন