ঢাকার মেয়রদের ‘মশা নিধনের জন্য’ আইনি নোটিশ দেয়া হলো

May 5, 2020 / 08:50pm
ঢাকার মেয়রদের ‘মশা নিধনের জন্য’ আইনি নোটিশ দেয়া হলো

রাজধানী ঢাকায় ডে’ঙ্গু ও চি’কুনগুনিয়ার প্রকোপ রোধে মশা নি’ধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার দুই সিটি করপোরশনের দুই মেয়র, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা ফাহিমা ফেরদৌস জনস্বার্থে আজ মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরু’দ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘বর্তমানে বাংলাদেশসহ গোটা বিশ্বে করো’না’ভা’ইরাস সবচেয়ে আ’ত’ঙ্কের বিষয়। বাংলাদেশ সরকার ক’রো’না সং’ক্র’মণ প্রতি’রোধে পদক্ষেপ গ্রহণ করেছে। এই করো’না’ভা’ইরাসের মতোই ডে’ঙ্গু-ভাই’সা’রও বিপ’জ্জনক এবং এ’ডিস মশা ডে’ঙ্গু-ভাই’রা’সের উৎপত্তির কারণ।’

গত বছর ডে’ঙ্গুতে এই সময়ে প্রায় ৮০ জন মা’রা গেছে এবং পাঁচ হাজার ৬০০ জন লোক আ’ক্রা’ন্ত হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘বর্তমানে মশার উৎপাত ও উপদ্রব মা’রা’ত্মক হওয়া সত্ত্বেও ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র মশা নি’ধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

যদিও নগরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের। সংবিধানের ১৫(ক), ১৮(১) এবং ৩২ অনুচ্ছেদ অনুযায়ী স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।’

নোটিশে আরো বলা হয়, ‘একদিকে নগরবাসী করো’না’ভা’ইরাসের সং’ক্র’মণের ভয়ে ভী’ত-সন্ত্র’স্ত। অন্যদিকে মশার উপদ্রবে নগরবাসী দিশেহারা। ক’রো’নার পাশাপাশি যদি মানুষ ডে’ঙ্গু ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত হয় তাহলে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তাই দ্রুত মশা নিধ’নে ব্যবস্থা নেওয়া দরকার।’

সুত্রঃ এনটিভি অনলাইন