অনুমোদনহীন তেল মিলল টিসিবির কার্টনে

প্রকাশিত: মে ৩, ২০২০ / ১২:০৫অপরাহ্ণ
অনুমোদনহীন তেল মিলল টিসিবির কার্টনে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিসিবি’র কার্টনে তেল আটকের ঘটনায় মাসুদ আলম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদনবিহীন ওই ৭১৬ লিটার সয়াবিন তেল নষ্ট করে ফেলা হয়।

শনিবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জরিমানা দেয়া ব্যবসায়ী মাসুদ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কালাইশ্রীপাড়ায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে আখাউড়ার বাইপাস সড়কের বঙ্গবন্ধু স্কয়ার থেকে পিকআপভর্তি তেল উদ্ধার করে পুলিশ। ওই তেলগুলো অপরিচিত কম্পানীর। তেলগুলো টিসিবির কার্টনে পরিবহন করা হচ্ছিল।

এছাড়া টিসিবির বেশ কিছু খালি কার্টনও পিকআপ থেকে উদ্ধার করা হয়। আটকের পর পর তেলগুলো টিসিবি’র বলে আলোচনা শুরু হয়। তবে তেলের কন্টেইনারে টিসিবি’র কোনো ধরনের সিল না থাকায় এ নিয়ে ধন্দে পড়ে যান অনেকে।

স্থানীয় একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই অনুমোদনহীন ওই তেল আখাউড়ার বিভিন্ন বাজারে বিক্রি করতো। শুক্রবার কিছু তেল বিক্রি করে বাকিগুলো রয়ে যায়। তিনি ওই তেলসহ স্থানীয়ভাবে সংগ্রহ করা টিসিবি’র কার্টন ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাচ্ছিলেন।

কার্টনগুলো ওই ব্যবসায়ীর পূর্ব পরিচিত ইবনে মাসুদ লাক্সুর বাইপাস এলাকার একটি কক্ষে রাখেন। মূলত টিসিবি’র কার্টনে করে পরিবহনের ঘটনায় তাৎক্ষনিকভাবে তেলগুলো সরকারি পণ্য হিসেবেই আলোচনা শুরু হয়।

ইউএনও তাহমিনা আক্তার রেইনা জানান, তেলগুলো টিসিবি’র নয়। টিসিবি’র হলে তাতে উল্লেখ থাকতো। উদ্ধার করা তেলের কোনো সরকারি অনুমোদন নেই। এ অবস্থায় অনুমোদনবিহীন তেল পরিবহন ও বাজারজাত করায় মালিক মাসুদ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন