সৌদিতে করোনাতে আরও ১৩৬২ জন আ’ক্রান্ত, মোট ২৫৪৫৯

প্রকাশিত: মে ৩, ২০২০ / ০১:১৭পূর্বাহ্ণ
সৌদিতে করোনাতে আরও ১৩৬২ জন আ’ক্রান্ত, মোট ২৫৪৫৯

সৌদি আরবে মহা’মা’রি করো’না’ভা’ই’রাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩৬২ জন প্রাণ’ঘা’তী এ ভাই’রা’সে আ’ক্রা’ন্ত হয়েছে। আ’ক্রা’ন্তদের মধ্যে অধিকাংশই প্রবাসী।

শনিবার (০২ মে) দেশটির সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে এখন পর্যন্ত মোট ক’রো’না আ’ক্রা’ন্তের সংখ্যা ২৫ হাজার ৪৫৯ জন। এতে মৃ’ত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে মোট মৃ’তে’র সংখ্যা ১৭৬। মৃ’ত ব্যক্তিরা মক্কা এবং জেদ্দা অঞ্চলের বাসিন্দা।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটিতে চিকিৎসাধীন আছে ২১৫১৮ জন। এর মধ্যে ১৩৯ জনের অবস্থা আ’শ’ঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ক’রো’না আ’ক্রা’ন্তের মধ্যে শতকরা ১১ জন নারী এবং ৮৯ জন পুরুষ।

আ’ক্রা’ন্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মদিনা মুনাওয়ারায়, ২৪৯ জন। ২য় অবস্থানে রয়েছে বন্দর নগরী জেদ্দা, সেখানে করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা ২৪৫। মক্কা মুকাররমায় ২৪৪ জন এবং রাজধানী রিয়াদে ১৬১ জন করোনা আ’ক্রা’ন্ত হয়েছে।

গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করো’না’ভা’ইরাস এখন বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে। প্রাণঘাদতী এ ভা’ইরা’সে এখন পর্যন্ত ৩৪ লাখ ৫৯ হাজারেরও বেশি মানুষ আ’ক্রা’ন্ত হয়েছেন। আর এতে প্রাণ গেছে ২ লাখ ৪৩ হাজার ৩৬৭ জনের। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ মানুষ।

সুত্রঃ জাগো নিউজ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন