করোনাঃ সারাবিশ্বে ৪৫৫ বাংলাদেশির প্রাণহা’নি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ সং’ক্র’মণে মৃ’তে’র সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মানুষ মরছে প্রতি মিনিটে। হাসপাতালগুলোয় তিলধারণের ঠাঁই নেই। গতকাল পর্যন্ত বিশ্বে ৩২ লাখের মতো মানুষ ভা’ই’রা’সটিতে আ’ক্রা’ন্ত হয়েছেন।
মা’রা গেছেন ২ লাখ ৩৫ হাজারের মতো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত অনেকের নাম প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আ’ক্রা’ন্ত ও মৃ’তে’র তালিকায়। এরই মধ্যে ৪৫৫ জনের মতো প্রবাসী মা’রা গেছেন।
গতকাল পর্যন্ত সারাবিশ্বে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি আ’ক্রা’ন্ত হয়েছেন। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাই’রা’সে বাংলাদেশের নাগরিকদের মৃ’ত্যু’র পাশাপাশি আ’ক্রা’ন্তের সংখ্যাও বাড়ছে।
একক দেশ হিসেবে সব থেকে বেশি বাংলাদেশি আ’ক্রা’ন্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। তবে দেশটিতে কোনো বাংলাদেশি মৃ’ত্যু’বরণ করেননি। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃ’ত্যু’বরণ করেছেন। দেশটিতে মা’রা গেছেন ২১২ বাংলাদেশি।
ক’রো’নায় বর্তমানে সব থেকে বেশি ভয়াল থাবা ফেলেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা খুবই শোচনীয়। বিশ্বের মোট আ’ক্রা’ন্তের তিন ভাগের একভাগ যুক্তরাষ্ট্রে। মৃ’ত্যুও সব থেকে বেশি যুক্তরাষ্ট্রে।
জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক’রো’না ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত ১১ লাখ ৩১ হাজারের মতো। মৃ’তে’র সংখ্যা ৬৬ হাজারের মতো। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে মা’রা গেছেন সব থেকে বেশি বাংলাদেশি।
গতকাল পর্যন্ত ১৫২ বাংলাদেশি মা’রা গেছেন দেশটিতে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সব থেকে বেশি মারা গেছেন সৌদি আরবে। ৫২ জন বাংলাদেশি ক’রো’না ভাইরাসের সং’ক্র’মণে মা’রা গেছেন দেশটিতে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ কোন দেশের কত নাগরিক মা’রা গেছেন ও আক্রান্ত হয়েছেন এ নিয়ে কোনো তথ্য সরকারিভাবে জানায় না। বিশেষ করে কারও মৃ’ত্যু হলে তা পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়।
তাই স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়, হাসপাতাল এসব নানা সূত্র থেকে আক্রন্ত ও মৃতদের তথ্য সংগ্রহ করতে হয়। তবে মিশন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, ওই দুই দেশের প্রতিটিতে আ’ক্রা’ন্তের সংখ্যা কয়েক হাজার হতে পারে।
সূত্র জানায়, নিউইয়র্কে বাংলাদেশ মিশনে জরুরি যোগাযোগে একটি চিকিৎসক পুল তৈরি করেছে, যেখানে ঘরে বসে বাংলাদেশিরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন এবং আ’ত’ঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন।
এদিকে সব মিলিয়ে বিশ্বের ১৪টি দেশে এ পর্যন্ত ৪৫৫ বাংলাদেশি প্রা’ণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২১২ জন, যুক্তরাজ্যে ১৫২, সৌদি আরবে ৫২, ইতালিতে ৯, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেন ২, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মা’রা গেছেন।
সৌদি আরবে বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী দেশটিতে আ’ক্রা’ন্ত বাংলাদেশির সংখ্যা ১৭শ জনের মতো। আ’ক্রা’ন্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের শ্রম কাউন্সেলরও রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস একটি চিকিৎসক পুল তৈরি করেছে। যেখান থেকে প্রবাসী বাংলাদেশিরা চিকিৎসাসেবা নিতে পারবেন। এ ছাড়া কুয়েতে ১৬৫ জন, ইতালিতে ১৪০, স্পেনে একশর বেশি এবং সংযুক্ত আরব আমিরাতে ৬০ বাংলাদেশি করোনা ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন।
সুত্রঃ দৈনিক আমাদের সময়
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন